Md. Safur Meah Computer Operator Rangunia Government College, Chattogram.

HSC Batch 2020, শেষ ৩ মাসের প্রস্তুতি:

(পরীক্ষার্থীদের জন্য খুব জরুরি)

 -
  জুনিয়রস টুকটুক টুকটুক করে এইচএসসি পরীক্ষা প্রায় ঘরের দোরগোড়ায়। খুব বেশি হলেও আর ৩ মাস ও কয়েকটা দিন সময় আছে। এরমাঝে আমাদেরকে শেষ প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করতে হবে। প্রশ্নটা হলো, কিভাবে করবে?
 সেটাই বলছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাস পুরোটা সময় আছে তোমার কাছে। এখন তুমি কি করবে? তুমি মার্চ মাসকে হিসাবের তালিকা থেকে বাদ দিয়ে দাও, একদম বাদ। তাহলে তোমার কাছে থাকলো পুরো ২ মাস ও কয়েকটা দিন। এই কয়েকটা দিন সবগুলো বই নিয়ে বসো। না,পড়ার জন্য না, নিজের পড়া কতটুকু হয়েছে এবং কতটুকু বাকি আছে তার খতিয়ান তৈরির জন্য। প্রতিটা বইয়ে কতটুকু পড়েছো আর কতটুকু বাকি আছে তা আলাদা করো। আলাদা করার পর তুমি নিজে নিজেই বুঝতে পারবা কোন বিষয়টাই তোমার বেশি সময় দেয়া দরকার। আর যেহেতু টেস্ট পরীক্ষা শেষ এখন কিন্তু পড়ার টেবিলে কিছুটা সময় দিতেই হবে। যাইহোক, এবার যতটুকু পড়া বাকি আছে তা ২ মাসের দিনগুলো অনুযায়ী ভাগ করে নাও যে প্রতিদিন কতটুকু পড়বা। অল্প অল্প পড়ো কিন্তু প্রতিদিন নিয়মিত পড়ো, সব বিষয়ের পড়ার ফ্লো টা ধরে রাখো। এবার আসি যে একমাস আমরা বাদ দিয়ে দিয়েছিলাম ঐ একমাসের ব্যাপারে। ঐ একমাসটা থাকবে পিওর রিভিশনের জন্য। ঐ একমাসে মোট দুবার সমস্ত বই রিভিশন করবা। ঐ সময়ে নতুন যেকোন পড়া একদমই বাদ। শুধু রিভিশন, রিভিশন আর রিভিশন।
 এভাবে পড়লে ইনশাআল্লাহ তোমাদের ফলাফল ভালো হবে।
 তোমাদের সুবিধার জন্য আমি একটা ডামি রুটিন তৈরি করে দিচ্ছি। ইচ্ছা হলে তোমরা এটা ফলো করতে পারো অথবা নিজেদের সুবিধামতো ওলটপালট করে নতুন রুটিন বানিয়ে নিও।
 ১. সকাল ৭ টা থেকে ৯ টা, ইংরেজি।
 ২. সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা, বাংলা।
 ৩. দুপুর ২ টা থেকে ৪ টা, অর্থনীতি।
 ৪. সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭ টা, আইসিটি।
 ৫. সন্ধ্যা সাড়ে ৭ থেকে ৯ টা, পৌরনীতি।
 ৬. রাত সাড়ে ৯টা থেকে ১১ টা, যুক্তিবিদ্যা।
 ৭. রাত ১১ টা থেকে ১২ টা, কৃষিশিক্ষা।
 তোমরা তোমাদের সুবিধামতো বিষয় বসিয়ে নিও। আমি আমার বিষয়গুলো দিয়ে প্রাথমিকভাবে বানালাম।
 -
 অনেকেই হয়তো হতাশ হয়ে আছো গত দুবছরে কিছু পড়োনি বলে। তাদের উদ্দ্যেশ্যে আমার নাশকতাময় একটা বাণী, "জুনিয়রস, ওস্তাদের নাশকতা শেষ রাতে। সারাবছর না পড়ে ঝোঁপবুঝে কোপ মেরে সফল হওয়া লোকেরাই কিন্তু প্রকৃত নাশকতাকারী। সারামাঠ দৌড়ে খেলে গোল দিয়ে কি লাভ যদি ডিবক্সে দাঁড়িয়ে থেকে সহজেই গোল দেয়া যায়। আর এটা তো জানোই, শেষ ভালো যার, সব ভালো তার।"  আমি নিজেও শেষ ৩ মাসে খেলে এইচএসসিতে গোল দিয়েছিলাম।
 তাই বলছি, হতাশ হওয়ার কিছু নেই, রুটিনটা আজ থেকেই ফলো করা শুরু করো। ইনশাআল্লাহ, সফল হবে।

No comments

Powered by Blogger.