Md. Safur Meah Computer Operator Rangunia Government College, Chattogram.

কারা নিকটাত্মীয়

▌কারা নিকটাত্মীয়
?
_____________________
যে সকল নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য হাদিসে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কারা?
এ সম্পর্কে বিশুদ্ধ মত হচ্ছে:
.
পিতা-মাতার দিক থেকে যারা বংশীয় সূত্রে সম্পর্কিত তারাই নিকটাত্মীয়।
.
আল্লাহ বলেন,
"রক্তের সাথে সম্পর্কিত আত্মীয়রা আল্লাহর কিতাবে একে অপরের নিকটবর্তী।" (আনফাল: ৭৫)
.
.
▪নিকটাত্মীয়গণ হচ্ছে নিম্নরূপ:
______________________________
.
(১) পিতা, দাদা, নানা এবং তাদের পিতাগণ.. এভাবে যত উপরে যায়।
(২) মা, নানী, দাদী এবং তাঁদের মাতাগণ যত উপরে যায়।
(৩) নিজের সন্তান- ছেলে বা মেয়ে এবং তাদের অধঃস্থন (নাতি নাতনি যতই নিচের দিকে যাবে) সমস্ত সন্তান।
(৪) ভাই বোন ও তাদের সন্তানরা।
(৫) চাচা ও ফুফু এবং তাদের সন্তানরা।
(৬) খালা ও মামা এবং তাদের সন্তানরা।
.
.
কিভাবে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন?
.
.
◾শায়খ বিন বায বলেন,
__________________________
.
তাদের বাড়ি বেড়াতে যাবেন, তাদেরকে দেখতে যাবেন, তাদের মধ্যে গরিবদেরকে দান-সাদকা করবেন, তাদের প্রতি করুণা করবেন, অসুস্থদের শুশ্রূষা করবেন, তাদেরকে সৎকাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন।
.
.
◾ইমাম নববী বলেন,
_____________________
.
আত্মীয়দের সাথে সম্পর্ক হচ্ছে তাদের সাথে সদাচরণ করা, বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা, কখনো মাল-সম্পদ দ্বারা, কখনো শারীরিক খেদমত দ্বারা, কখনো তাদেরকে দেখতে যাওয়ার মাধ্যমে প্রভৃতি।
.
.
◾শায়খ ইবনে উসাইমিন বলেন,
_______________________________
.
সামাজিক ভাবে যে সমস্ত কার্যকলাপ আত্মীয়দের কাছে পছন্দনীয় সেগুলো তাদের সামনে পেশ করাটাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যম।
কেননা কোরআন-সুন্নাহতে এর জন্য কোনো নির্দিষ্ট প্রকার ও পরিমাণ উল্লেখ করা হয়নি।
.
.
কখনো স্বশরীরে উপস্থিত হয়ে দেখা করার মাধ্যমে হতে পারে।কখনো টেলিফোনের মাধ্যমে হতে পারে। ম্যাসেজের মাধ্যমে হতে পারে, ঈদ বা বিশেষ উপলক্ষে হাদিয়া-উপহার দেয়ার মাধ্যমে হতে পারে। অর্থাৎ যে আচরণ করলে তিনি খুশি থাকবেন, সেটাই হচ্ছে সুসম্পর্ক।
.
স্ত্রীর নিকটাত্মীয় স্বামীর জন্য নিকটাত্মীয় নয়, অনুরূপভাবে স্বামীর নিকটাত্মীয় স্ত্রীর জন্যও নিকটাত্মীয় নয়। (তবে এরা সদাচরণ পাওয়ার হকদার)
.
বিঃ দ্রঃ "আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।" (বুখারী)
.
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
উত্তর প্রদানে: গ্রন্থনাঃ আব্দুল্লাহ আল কাফী।
.
.
👍 শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#সহীহ_হাদিস (সত্য প্রচারের লক্ষে)

No comments

Powered by Blogger.