Md. Safur Meah Computer Operator Rangunia Government College, Chattogram.

লোভ কী জিনিস

লোভ কী জিনিস


এক ছাত্র একবার তার শিক্ষককে জিজ্ঞাসা করল, লোভ কী জিনিস?

সেই শিক্ষক ছিলেন প্রাজ্ঞ ব্যক্তি। তিনি তার ছাত্রের এই প্রশ্ন শুনে চিন্তা করলেন যদি তিনি তার ছাত্রটিকে লোভের সংজ্ঞা বলে দেন তাহলে সে কখনোই বুঝতে পারবে না প্রকৃত অর্থে লোভ কী জিনিস। তিনি ভাবলেন তার এই ছাত্রটিকে উপলব্ধি করাতে হবে লোভ কী জিনিস।

তিনি তার ছাত্রকে বললেন, তোমাকে আমি তোমার প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে তোমাকে আমাদের স্কুলের পাশের ফ্যাক্টরিতে গিয়ে তোমার পছন্দমত একটা চকলেট নিয়ে আসতে হবে। তারপর আমি তোমাকে বলব লোভ কী জিনিস। তবে তোমাকে একটা শর্ত মানতে হবে, তুমি যখন চকলেট ফ্যাক্টরি দিয়ে হাঁটবে, কখনও পিছনে ফিরে তাকাতে পারবে না। তোমাকে সামনে আগানোর সময়ই তোমার পছন্দমত একটা চকলেট তুলে নিতে হবে।

এরপর শিক্ষকের কথামত সেই ছাত্রটি চকলেট ফ্যাক্টরিতে গেল। সে আগানোর সময় লক্ষ্য করল সুন্দর করে প্যাকেটে মোড়ানো একটা চকলেট তার সামনে পড়ে আছে। তার চকলেটটা খুব পছন্দ হল কিন্তু সে মনে মনে ভাবল সে হয়ত সামনে এর চেয়েও বড়, এর চেয়েও সুন্দর একটা চকলেট পাবে। এই কথা ভেবে আবার সে সামনে আগাতে থাকল। কিছুদূর যাওয়ার পর সে আরেকটা চকলেট পড়ে থাকতে দেখল। কিন্তু তার আবারও একই কথা মনে হল, আরো ভালো কিছু হয়ত সামনে অপেক্ষা করছে।

একসময় সে যখন চকলেট ফ্যাক্টরির একেবারে শেষপ্রান্তে পৌঁছে গেল সে দেখল সে আগে যে চকলেট ফেলে এসেছে তার চেয়ে বড় কোনো চকলেট আর পড়ে নেই। একটা চকলেটও তার পছন্দ হল না। সে আফসোস করতে শুরু করল কেন সে আগেই পছন্দমত চকলেট তুলে নেয়নি।

অবশেষে সে খুব হতাশ হয়ে, বিষণ্ণ হয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসল। সে তার শিক্ষকের সামনে একেবারে খালি হাতে গিয়ে হাজির হল। চকলেট ফ্যাক্টরির পুরো ঘটনা সে তার শিক্ষককে খুলে বলল।
তখন সেই শিক্ষক তাকে বললেন, প্রথমেই একটা চকলেট তুমি খুব পছন্দ করেছিলে কিন্তু তার চেয়েও বড় চকলেট পাওয়ার আশায় তুমি সেটা নাওনি। এবং পরবর্তীতে বুঝতে পেরেছ যে তুমি যেটা হাতছাড়া করেছ সেটাই ছিল সেখানে তোমার দেখা সেরা জিনিস। তুমি যে জানতে চেয়েছিলে লোভ কী জিনিস, এটাই হল সেই লোভ।

* * *

আমরা জীবনে অনেক ভাল জিনিসকে উপেক্ষা করি শুধুমাত্র এই কারণে যে আমরা মনে করি এর চেয়েও বেশি ভাল জিনিস হয়ত আমরা পাব। আমাদের প্রবৃত্তি এমন যে আমরা সবসময় ভালোর চেয়েও ভাল জিনিস চাই। কিন্তু সেই ভালোর চেয়েও ভাল জিনিসের আশায় আমরা এমন জিনিস ছেড়ে দেই যেগুলি আমাদেরকে একইরকম ভাবে সন্তুষ্ট করতে পারত ও একইরকম সুখী করতে পারত।

কোনো জিনিস পাওয়ার তাড়না থাকা বা সেটা পাওয়ার চেষ্টা করা ভালো জিনিস। কিন্তু কোনো জিনিস পাওয়ার পরও তৃপ্ত না হওয়া ও স্বস্তিতে না থাকতে পারাটাই লোভ। আমাদের চাহিদা যেন লোভে পর্যবসিত না হয় আমাদেরকে সেই বোধ অর্জন করতে হবে।
mohamm

No comments

Powered by Blogger.