Md. Safur Meah Computer Operator Rangunia Government College, Chattogram.

আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।









রাঙ্গুনিয়ায় রানীরহাটস্থ অন্যতম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রাণ প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আইসিএমটি কম্পিউটার একাডেমি'র পরিচালক, প্রশিক্ষক ও আমার প্রাণপ্রিয় শিক্ষাগুরু যার কারণে আজ আমি এই স্থানে দাঁড়িয়েছি।  আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষক মোঃ শিহাব উদ্দিন খালেদ স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন এর আয়োজিত "ওয়ার্ল্ড আইসিটি এ্যাওয়ার্ড-২০১৯" এ তথ্য প্রযুক্তি উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ অবদানের জন্য "ওয়ার্ল্ড আইসিটি আওয়ার্ড -২০১৯" পদক পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহর কাছে অশেষ কৃপা যাতে প্রিয় শিক্ষক ও প্রিয় প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে।
সৌজন্য: মুহাম্মদ ছফুর মিয়া।
                    কম্পিউটার অপারেটর,
                     রাঙ্গুনিয়া সরকারি কলেজ,
                      চট্টগ্রাম।
প্রাক্তন ছাত্র আইসিএমটি কম্পিউটার একাডেমি ও প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আইসিএমটি কাম-কম্পিউটার একাডেমি। রাজানগর, রানীরহাট , রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

No comments

Powered by Blogger.