Md. Safur Meah Computer Operator Rangunia Government College, Chattogram.

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীদের টাইম মেইনটেন্স

 ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীদের টাইম মেইনটেন্স,কোন বিভাগ কত সময় নিব? ১টা প্রশ্নে কত টাইম লাগবে? সময় নিয়ে কিছু আলোচনাঃ

◾ পরিক্ষার কেন্দ্রে ১ ঘন্টা আগে যাবেন। 

◾ ১৫ মিনিট আগে খাতা দিবে। অনেক কলেজে প্রতিদিন সীট পরিবর্তন হবে, সেদিকে লক্ষ্য রাখবেন।

◾ আপনাকে যে খাতা দেয়া হবে তাতে ১৩টা পাতা থাকবে। অর্থাৎ, ২৬টা পৃষ্ঠাতে মার্জিন করবেন। বৃত্ত ভরাট, লেখা ও মার্জিন করতে ১৫ মিনিট চলে যাবে।

◾ লিখাতে বড় ফাঁকা দিলে আপনারই ক্ষতি হবে।এক্সট্রা পেইজ নেওয়া মানে ৫ মিনিট লাগে। 


*তাই সময় অপচয় করবেন না। ❌

✅ সময় বিভাজনঃ ⏰ নির্ধারিত সময় ৩ ঘন্টা ৩০ মিনিট। (২১০মিনিট)

◾ ক বিভাগ অতি সংক্ষিপ্ত ১০ মার্কের উত্তর + প্রশ্ন পড়াতে সময় নিবেন সর্বোচ্চ ২০ মিনিট। যেটা কমন পড়বে লিখে দিবেন।যেটা পড়বেনা সেটা ফাঁকা রেখে এগিয়ে যাবেন।

◾ খ বিভাগ সংক্ষিপ্ত ৪ মার্কের প্রতিটি উত্তর ১৫ মিনিটে শেষ করতে চেষ্টা করবেন। তবে বেশিও লাগবে।৮০ মিনিটে এই বিভাগ ছেড়ে দিতে চেষ্টা করবেন।

◾ গ বিভাগ রচনা মূলক ১০ মার্কের উত্তর প্রতিটিতে গড়ে ২০ মিনিট সময় নিবেন। একটু কমবেশি হবেই। ১টা প্রশ্নে সময় বেশি লাগলে পরেরটাতে কভার দিতে চেষ্টা করবেন।  শেষ ১০ মিনিট রিভিশন দিবেন।


⚠️ প্রত্যেক বিভাগে ধারাবাহিক ভাবে লিখতে হবে। একটি বিভাগের মধ্যে অন্য বিভাগের প্রশ্ন লিখবেন নাহ। ধারাবাহিকভাবে নাহ লিখলে প্রশ্নে নম্বর পাবেন নাহ। 

✅ ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৩ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা।

✔৮০ মার্কের পরীক্ষা হবে।

✔২০ মার্ক ইনকোর্স পরীক্ষা যা আপনার কলেজের হাতে।

✍️Md. Safur Meah @


সকলের জন্য শুভকামনা 🥰

No comments

Powered by Blogger.