ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীদের টাইম মেইনটেন্স
ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীদের টাইম মেইনটেন্স,কোন বিভাগ কত সময় নিব? ১টা প্রশ্নে কত টাইম লাগবে? সময় নিয়ে কিছু আলোচনাঃ
◾ পরিক্ষার কেন্দ্রে ১ ঘন্টা আগে যাবেন।
◾ ১৫ মিনিট আগে খাতা দিবে। অনেক কলেজে প্রতিদিন সীট পরিবর্তন হবে, সেদিকে লক্ষ্য রাখবেন।
◾ আপনাকে যে খাতা দেয়া হবে তাতে ১৩টা পাতা থাকবে। অর্থাৎ, ২৬টা পৃষ্ঠাতে মার্জিন করবেন। বৃত্ত ভরাট, লেখা ও মার্জিন করতে ১৫ মিনিট চলে যাবে।
◾ লিখাতে বড় ফাঁকা দিলে আপনারই ক্ষতি হবে।এক্সট্রা পেইজ নেওয়া মানে ৫ মিনিট লাগে।
*তাই সময় অপচয় করবেন না। ❌
✅ সময় বিভাজনঃ ⏰ নির্ধারিত সময় ৩ ঘন্টা ৩০ মিনিট। (২১০মিনিট)
◾ ক বিভাগ অতি সংক্ষিপ্ত ১০ মার্কের উত্তর + প্রশ্ন পড়াতে সময় নিবেন সর্বোচ্চ ২০ মিনিট। যেটা কমন পড়বে লিখে দিবেন।যেটা পড়বেনা সেটা ফাঁকা রেখে এগিয়ে যাবেন।
◾ খ বিভাগ সংক্ষিপ্ত ৪ মার্কের প্রতিটি উত্তর ১৫ মিনিটে শেষ করতে চেষ্টা করবেন। তবে বেশিও লাগবে।৮০ মিনিটে এই বিভাগ ছেড়ে দিতে চেষ্টা করবেন।
◾ গ বিভাগ রচনা মূলক ১০ মার্কের উত্তর প্রতিটিতে গড়ে ২০ মিনিট সময় নিবেন। একটু কমবেশি হবেই। ১টা প্রশ্নে সময় বেশি লাগলে পরেরটাতে কভার দিতে চেষ্টা করবেন। শেষ ১০ মিনিট রিভিশন দিবেন।
⚠️ প্রত্যেক বিভাগে ধারাবাহিক ভাবে লিখতে হবে। একটি বিভাগের মধ্যে অন্য বিভাগের প্রশ্ন লিখবেন নাহ। ধারাবাহিকভাবে নাহ লিখলে প্রশ্নে নম্বর পাবেন নাহ।
✅ ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৩ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা।
✔৮০ মার্কের পরীক্ষা হবে।
✔২০ মার্ক ইনকোর্স পরীক্ষা যা আপনার কলেজের হাতে।
✍️Md. Safur Meah @
সকলের জন্য শুভকামনা 🥰
No comments