একাদশ শ্রেণির ভর্তি কনফার্ম করার পদ্ধতিঃ
🔥একাদশ শ্রেণির ভর্তি কনফার্ম করার পদ্ধতিঃ যেভাবে প্রাথমিক আবেদন ফি দিয়েছেন ঠিক একই পদ্ধতিতে ৩২৮/- ফি দিয়ে ভর্তি কনফার্ম করবেন। ৮ জানুয়ারির মধ্যে ভর্তি কনফার্ম না করলে, প্রাপ্ত সিট এবং আবেদন দুটোই বাতিল হবে! ৯-১০ জানুয়ারি নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।
✅ বিকাশ অ্যাপ এর মাধ্যমে ৩২৮/- ফি প্রদান পদ্ধতিঃ
◾ ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে "এডুকেশন ফি" সিলেক্ট করুন ।
◾ ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন
◾ ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের সন সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।
◾ ধাপ-৪: ৩২৮/- ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
◾ ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
◾ ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে ।
◾ ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।
✅ ভর্তি কনফার্ম করার সময়সীমাঃ আজ ১ জানুয়ারি থেকে ০৮ জানুয়ারি রাত ৮ঃ০০ টা পর্যন্ত।
⚠️ ◾৩২৮ টাকা ফি দিয়ে ভর্তি কনফার্ম করার পরপরই ভর্তির অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে। মাইগ্রেশান শুধুমাত্র চয়েস লিস্টের উপরে দিকে হয়।

No comments